অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে (২০ জানুয়ারি) শপথ গ্রহণ করেছেন জো বাইডেন। বিদায় নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। বাইডেনের ক্ষমতাগ্রহণের পরই সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং ট্রাম্প প্রশাসনের আরও ২৭ জ্যেষ্ঠ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে চীন।
নিষেধাজ্ঞা পাওয়া ট্রাম্প প্রশাসনের এসব কর্মকর্তার বিরুদ্ধে চীনের অভিযোগ, তার চীন সম্পর্কে ঘৃণা ও বিদ্বেষ ছড়িয়েছেন। চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের একটি বিবৃতি বেইজিং টাইম প্রকাশ করেছে। এতে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের ‘চীন বিরোধী রাজনীতিবিদ’ বলে আখ্যা দেওয়া হয়। এসব কর্মকর্তা যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার সম্পর্কের অবনতি ঘটিয়েছেন বলেও দাবি করেছে চীন। সূত্র: সিএনএন