কালিগঞ্জ

আহ্ছানিয়া মিশনের সাবেক সম্পাদক আব্দুল জব্বারের দাফন সম্পন্ন

By Daily Satkhira

May 17, 2017

নলতা প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সহ-সভাপতি, মিশনের কার্য নির্বাহী কমিটির সদস্য আলহাজ্জ মো. আবুল ফজল শিক্ষকের পিতা, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্জ মো. আব্দুল জব্বার (৮৭) আর নেই। তিনি দীর্ঘদিন বিছান শয্যা থাকার পর ১৪ মে রবিবার বিকাল ৪ টায় নলতা শরীফের নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি—– রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী আলহাজ্জ মোছা. জামিলা খাতুন, পুত্র ডা. জাহিরুল হাসান, এ টি এম একরামুল হোসেন মিঠু, আলহাজ্জ মো. আবুল ফজল, আলহাজ্জ আবুল ফয়েজ, আলহাজ্জ এ এফ এম এনামুল হক, মো. মজনুল হক নামক ৬ পুত্র,  জান্নাতুন নাহার নামক এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্খী রেখে গেছেন। সোমবার সকাল ১০ টায় নলতা শরীফ শাহী জামে মসজিদে নামাজে জানাযা শেষে তাকে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়েছে। নামাজে জানাযার পূর্বে মরহুমের সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন মিশনের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্জ মো. সাইদুর রহমান। মরহুমের সন্তানদের পক্ষে কথা বলেন বড় ছেলে ডা. জাহিরুল হাসান ও শিক্ষক আলহাজ্জ মো. আবুল ফজল। নামাজে জানাযা পরিচালনা করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্জ হাফেজ মো. শামছুল হুদা। নামাজে জানাযায় রওজা শরীফের শ্রদ্ধেয় খাদেম আলহাজ্জ মেীলভী আনছার উদ্দিন আহমদ, মিশনের সাধারণ সম্পাদক আলহাজ্জ মো. আব্দুল মজিদ, সহ-সভাপতি আলহাজ্জ মো. আ. রাজ্জাক, কেন্দ্রীয় ও শাখা মিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, মরহুমের অঅত্মীয়-স্বজন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহকর্মী, সংবাদকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সহ¯্রাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নলতা  নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন সম্প্রসারিত কার্যক্রম, চালাবন, ঢাকা এর সমন্বায়ক আলহাজ্জ এএফএম এনামুল হকের পিতা মরহুম আব্দুল জব্বার জীবদ্দশায় ১৯৫৮ সালে খানবাহাদুর আহছানউল্লা’র সহচার্যে আসেন। ১৯৬৩ সালে তিনি তার প্রাইভেট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পান। ১৯৬৪ সাল থেকে ১৯৮৩ সাল পর্যন্ত কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহকারী সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৮৩ সালের ফেব্রুয়ারি থেকে ১৯৯১ সালের মার্চ পর্যন্ত কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৯১ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত ১ম দফায় এবং ১৯৯৬ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত দ্বিতীয় দফায় তিনি নিষ্ঠার সাথে মিশনের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বলে জানা গেছে। তিনি জনপ্রিয় ৪টি গ্রন্থ রচনা করেন। আজ বুধবার বাদ আছর নলতা শরীফ শাহী জামে মসজিদে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ শরীফ ও দোয়া অনুষ্ঠিত হবে।