তালা

মুজিব বর্ষের উপহার : ঘর ও জমির দলিল পেলেন তালার ৭৫টি পরিবার

By daily satkhira

January 23, 2021

তালা প্রতিনিধি:: আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় মুজিব বর্ষের উপহার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক সাতক্ষীরার তালা উপজেলায় ৭৫টি “ভূমিহীন ও গৃহহীন” পরিবারের মাঝে জমির দলিল ও ঘর প্রদান করা হয়েছে। তালা উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (২৩ জানুয়ারী) সকাল ৯ টায় শিল্পকলা হলরুমে জমির দলিল ও ঘর প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল-হাসান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ালীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন নাহার এবং জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, তালা উপজেলা আওয়ামীলীগ’র সভাপতি শেখ নুরুল ইসলাম,সহকারী কমিশনার (ভূমি) এস এম তারেক সুলতান, এসপি সার্কেল (তালা) হুমায়ূন কবীর,ভাইস চেয়ারম্যান(মহিলা) মুরশিদা পারভীন পাপড়ী, সাবেক অধ্যক্ষ আঃ রহমান,অধ্যক্ষ সেলিম, অধ্যক্ষ এনামুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজউদ্দীন, তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেন, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদ মোর্শেদ, ইউপি চেয়ারম্যান অধ্যাপক সুভাষ চন্দ্র সেন, আজিজুর রহমান রাজু,প্রভাষক রাজিব হোসেন রাজুসহ সকল ইউপি চেয়ারম্যান ও ভূমিহীন সিদ্দিক সরদার ও নাজমা বেগম। উল্লেখ্য যে, মুজিব শততম বর্ষ উপলক্ষ্যে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় সারা বাংলাদেশে ৬৬ হাজার ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর ও জমির দলিল ভিডিও কনফারেন্স এর মাধ্যমে শুভ উদ্বোধন করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।