কালিগঞ্জ

কালিগঞ্জে সুনিপুন গার্মেন্টসের শুভ উদ্বোধন

By daily satkhira

January 24, 2021

কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে হতদরিদ্র অসহায় নারীদের ভাগ্য উন্নয়নে স্বপ্ন প্রকল্পের উপকারভোগি নারীদের দক্ষ জনশক্তিতে রুপান্তরিত করার উদ্দেশ্যে সুনিপুন গার্মেন্টসের উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার কুশুলিয়া ইউনিয়নের মহৎপুরে ফিতা-কেটে ও কবুতর উড়িয়ে সুনিপুন গার্মেন্টসের উদ্বোধন করেন ইউএনসিডিএফ এর কান্ট্রি ফোকাল পয়েন্ট জেসমুল হাসান ও ইউএনডিপি স্বপ্ন প্রকল্প জাতীয় প্রকল্প ব্যবস্থাপক কাজল চ্যাটার্জি। পরে সুশীলনের অঞ্চলিক কার্যালয়ে স্বপ্ন প্রকল্পের সহযোগিতায়, ইউএনসিডিএফ এর অর্থায়নে ও সুশীলনের বাস্তবায়নে অসহায় হতদরিদ্র নারীদের গার্মেন্টসে পণ্য উৎপাদনে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সুশীলন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান মোস্তফা নুরুজ্জামান। সুশীলনের কার্যনির্বাহী কমিটির সভাপতি বিশিষ্ঠ সাহিত্যিক ও প্রবান্ধিক অধ্যাপক গাজী আজিজুর রহমানের সভাপতিত্বে ও সুশীলনের উপ-পরিচালক মোস্তফা আক্তরুজ্জামান পল্টু ও মনিরুজ্জামানের উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সি, সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওঃ আশরাফুল ইসলাম আজিজি, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সজল মুখার্জি, নকশীকাঁথার পরিচালক চন্দ্রিমা ব্যানার্জি, স্বপ্ন প্রকল্পের কর্মী রুবিনা পারভীন প্রমুখ। এসময় বক্তরা বলেন, বে-সরকারী সংস্থা সুশীলন দীর্ঘ ২৯ বছর ধরে এলাকার অসহায় হতদরিদ্র মানুষদের ভাগ্য পরিবর্তনে বিভিন্ন ধরণের উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। তারই ধারাবাহিকতায় দক্ষিণ জনপদে গার্মেন্টস প্রতিষ্ঠা করে নারীদের স্বাবলম্বী করতে ব্যাতিক্রম ধর্মী উদ্যোগ গ্রহন করেছে। এলাকার নারীদের জীবন জীবিকায় এই গার্মেন্টস একটি দৃষ্ঠান্ত হয়ে থাকবে। জেলার মধ্যে এটাই প্রথম বে-সরকারী শিল্প প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, সুশীলন ও স্বপ্ন প্রকল্পের নারী কর্মীরা উপস্থিত ছিলেন।