জাতীয়

ভারত থেকে প্রথম চালানে এলো চুক্তির ৫০ লাখ টিকা

By Daily Satkhira

January 25, 2021

অনলাইন ডেস্ক : ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তির প্রথম চালানের ৫০ লাখ করোনার টিকা দেশে এসেছে। সোমবার (২৫ জানুয়ারি) সকাল ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে টিকাবাহী বিশেষ ফ্লাইটটি।

জানা গেছে, চালানে আসা প্রতিটি কার্টনে ১২শ ভায়ালে রয়েছে ১২ হাজার ডোজ টিকা।

বিমানবন্দর থেকে এই টিকা বেক্সিমকোর টঙ্গীর গুদামে নেওয়া হচ্ছে। সারা দেশে পাঠানোর আগে এই টিকা সরকারি ওষুধ পরীক্ষাগারে পরীক্ষা করে ছাড়পত্র নেওয়া হবে। এরপর সরকারের চাহিদা অনুযায়ী এই টিকা ৬৪ জেলার সিভিল সার্জনদের কাছে পৌঁছে দেওয়া হবে।

চার দিন আগে ভারতের উপহার হিসেবে ২০ লাখ টিকা পেয়েছে বাংলাদেশ। আর সেরাম থেকে ছয় মাসে তিন কোটি টিকা কেনার চুক্তি আছে।

চুক্তি অনুযায়ী, আগামী ৬ মাসে বাংলাদেশে আসবে ৩ কোটি ডোজ টিকা। আর তার প্রথম চালানে এ টিকা আজ দেশে পৌঁছালো।