সাতক্ষীরা

সাতক্ষীরায় বাঁশবাহী ইঞ্জিনভ্যান উল্টে চালকের করুন মৃত্যু

By daily satkhira

January 25, 2021

নিজস্ব প্রতিনিধি :  বাঁশবাহী ইঞ্জিনভ্যান উল্টে চালকের করুন মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার দরবস্তিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ভ্যান চালক আশাশুনি উপজেলার বুধহাটা শে^তপুর গ্রামের মুনসুর আলীর পুত্র রুহুল আমিন(৪০)।

জানা গেছে, ভ্যান চালক রুহুল আমিন ইঞ্জিনভ্যানে বাঁশ নিয়ে যাওয়ার পথে দরবস্তিয়া এলাকায় পৌছালে রাস্তার পাশে^র খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলে ভ্যান চালকের মৃত্যু হয়।

তবে এলাকাবাসীর অভিযোগ রাস্তার পাশে একটি পুকুর রয়েছে। পুকুরের পাশে বাধ থাকলেও মাটি দিয়ে ভরাট না করা কারনে কয়েকদিন পূর্বেও একটি শিশু সেখানে পড়ে মারা যায়। পুকুরটি দীর্ঘদিন ধরে একই এলাকার অলোক ঘোষ নামের এক ব্যক্তি দখল করেন। তিনি মাটি ভরাট করতে না দেওয়ায় উক্ত স্থানটিতে প্রতিনিয়ত এধরনের ঘটনা ঘটছে বলে এলাকাবাসী জানান।