এসএম বাচ্চু,তালা : প্রসপারিটি প্রকল্পের পুষ্টি কম্পোনেন্ট এর আওতায় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর কমিউনিটি ক্লিনিকে সংযোগ স্থাপন সভা অনুষ্ঠিত হয়েছে। এফসিডিও ও ইইউ এর অর্থায়নে এবং পিকেএসএফ এর সহযোগীতায় এনজিএফ এর বাস্তবায়নে এনজিএফ মুন্সিগঞ্জ শাখা ব্যাবস্থাপক মোঃ আয়ুব আলী শুভেচ্ছা বক্তব্য রাখেন। আরও বক্তব্য রাখেন প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে মোঃ ওয়ালিদ হোসেন(এটিও-সিএম),পুষ্টি কম্পোনেন্ট এর সেবা জি এম শফিকুল ইসলাম, লাইভলিহুড কম্পোনেন্ট এর সেবা ও পুষ্টির উৎস নিয়ে নিগম অধিকারী এবং কমিউনিটি ক্লিনিকের ম্যানেজমেন্ট কমিটির সভাপতিসহ সকল সদস্যবৃন্দ। এসময় এছাড়া এফডব্লএ,এইচএ,সিএইচসিপি তাদের নিজ নিজ সেবা সম্পর্কে আলোচনা করেন।এরপর উন্মুক্ত আলোচনায় প্রশ্ন উত্তর পর্বের শেষে সভাপতি তার বক্তব্য এনজিএফ এর প্রসপারিটি প্রকল্পের কার্যক্রমকে স্বাগত জানান তাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং করোনা পরিস্থিতির কারনে টেলিমেডিসিন এর মাধ্যমে অনলাইন হেলথ সেবা চালু রাখার জন্য এনজিএফ এর প্রসপারিটি প্রকল্পকে ধন্যবাদ জানান।