এসএম বাচ্চু, তালা : সাতক্ষীরার তালা খেশরা ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ১৬ দলীয় নকআউট নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। হরিহরনগর প্রাথমিক বিদ্যালয় মাঠে বিগত ২১জানুয়ারি মুড়াগাছা যুবসংঘ ও দরমুড়াগাছা আলোকিত যুবসংঘের খেলার মাধ্যমে টুর্নামেন্ট শুরু হয়। খেলাটিতে খেশরা ইউপি চেয়ারম্যান প্রভাষক রাজিব হোসেন রাজু। খেশরা ব্লাড ফাউন্ডেশনের পরিচালক শেখ মেজবাহুর রহমান নাহিদ’র সভাপতিত্বে বরুন সানা পরিচালনায় আরও উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান লিয়াকত হোসেন, উপজেলা শ্রমিকলীগ সভাপতি জুব্বার সরদার, শিক্ষক নেতা আসাদুল্যাহ মিঠু, তালা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক প্রভাষক এস. আর আওয়াল, আওয়ামীলীগ নেতা সরদার সুমন, উপজেলা তরুণলীগ আহবায়ক মাহিম হাসান মিলন, যুবলীগ আহবায়ক ফারুখ পিল্টু, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সাঃ সম্পাদক তৌফিক ইমরান বাদশা,ইউনিয়ন ছাত্রলীগ সাঃ সম্পাদক আসলাম গোলদার প্রমুখ। খেলাশেষে বিজয়ী দলকে পুরস্কার তুলে দেন খেশরা ইউপি চেয়ারম্যান রাজিব হোসেন রাজু এবং বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু। ৪দিনব্যাপী খেলায় প্রতিযোগিতার মাধ্যমে মুড়াগাছা যুবসংঘ ও খালিদ হোসেনের দল ২৪জানুয়ারি রাত্র ০৮ ঘটিকায় ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। প্রতিদ্বন্দীতা পূর্ণ ফাইনাল খেলায় খালিদ হোসেনের দল ২-১ গোলে মুড়াগাছা যুবসংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের সবুজ হোসেন।