সাতক্ষীরা

সাতক্ষীরা পৌরসভার ওয়াস ব্যবসায়ীদের সাথে বীমা কোম্পানী প্রতিনিধিদের সভা

By daily satkhira

January 25, 2021

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌরসভার ওয়াস ব্যবসায়ীদের সাথে বীমা কোম্পানী প্রতিনিধিদের লিংকেজ বিষয়ক সভার আয়োজন করা হয়। বঙ্গবন্ধু কনফারেন্স রুম, প্রেস ক্লাব ভবন, সাতক্ষীরাতে দিন ব্যাপী তথা ২৫ জানুয়ারি ২০২১ তারিখে সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন হোপ ফর দি পুওরেষ্ট’র টাউন কো-অর্ডিনেটর মৃনাল সরকার, প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম খান ও মার্কেট ডেভেল্পমেন্ট অফিসার নন্দিতা রানী দত্ত। ওয়াস উদ্যোক্তাদের ব্যবসা উন্নয়নে বীমা কোম্পানীর ভূমিকা শীর্ষক সভায় ব্যবসায়ীদের মধ্যে অংশগ্রহণ করেন সমিত কুমার ঘোষ, মনোয়ার বেগম, মনিরা খাতুন, হাতেম গাজী, রাবেয়া সুলতানা ও শেখ আব্দুল কাদের এবং বীমা কোম্পানী প্রতিনিধিদের মধ্যে অংশগ্রহণ করেন ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স প্রতিনিধি উম্মে সালমা ও জেবা চৌধুরী, কন্টিনেন্টাল বীমা প্রতিনিধি আহসান হাবীব, ইস্টল্যান্ড বীমা প্রতিনিধি শেখ সাইফুল ইসলাম, পপুলার বীমা প্রতিনিধি মোঃ ইমাম হোসেন, মীট লাইফ প্রতিনিধি নাজমা খাতুন, জীবন বীমা প্রতিনিধি অজয় রায় চৌধুরীসহ অন্যান্য। উল্লেখ্য এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরী এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করবে যেটি বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে।