সাতক্ষীরা

সাতক্ষীরা জেলা যাত্রা ফেডারেশনের প্রথম সভা অনুষ্ঠিত

By daily satkhira

January 27, 2021

সাতক্ষীরা জেলা যাত্রা ফেডারেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জানুয়ারি বুধবার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপত্বি করেন সংগঠনের সভাপতি ও জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক। এসময় সভাপতি প্রধানমন্ত্রীর প্রশংসা করে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি না হলে বাংলাদেশ হত না। তারপর প্রশংসা করেন দেশরতœ মানবতার মা, দেশ উন্নয়নকারীর মা, প্রধানমন্ত্রীর। এছাড়া দেবহাটা থানার বিতর্কিত এমএ হান্নানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আসার কারনে সকল কে উদ্দেশ্যে করে সভাপতি বলেন সাতক্ষীরা জেলায় যত যাত্রা ভক্ত, যাত্রা অনুষ্ঠানকারী আছেন তাদের কাছে সবিনয় অনুরোধ যেন এমএ হান্নানের কোন দল দিয়ে অনুষ্ঠান না করায় এবং যদি কোন স্থানে যাত্রা অনুষ্ঠান করেন তবে জেলা যাত্রা ফেডারেশনের অনুমতি নিতে হবে। তরে রাত্র ৮টা হইতে ১২টার মধ্যে এবং মহামারী করোনা ভাইরাসের জন্য ৩ ফুট দুরত্ব বজায় রাখতে হবে, আর অবশ্যই সকল মাস্ক ব্যবহার করতে হবে। সভাপতি প্রধানমন্ত্রীকে প্রশংসা করে আরো বলেন বাংলাদেশের যাত্রা ফেডারেশনকে উন্নত করে তুলবো। জেলার প্রতিটা থানায় যাত্রা ফেডারেশনের সংগঠন গড়ে তুলব। শুধু দেবহাটা ছাড়া। ২৮/০১/২০২১ তারিখ কালিগঞ্জ থানা যাত্রা ফেডারেশন উদ্বোধন করব। খুব তাড়াতাড়ি সকরকে জানিয়ে দিব শুধু তাই নয় দেশও জাতির সম্পর্কে তিনি আরো বক্তব্য রাখেন। উক্ত সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী, সহ-সভাপতি বিশ্বজিত সরকার, সাধারণ সম্পাদক বাবু দুলাল দেবনাথ, সাংগঠনিক এম এ ছালাম, শেখ মনিরুল ইসলাম, মহিলা সম্পাদিকা ঝরর্ণা, সহ সাংগঠনিক সম্পাদক অরুন বাছাড়, বাংলাদেশ মানবাধিকার সভাপতি গাজী আক্তারুজ্জামান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি