আন্তর্জাতিক

ফিলিস্তিনের সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার ঘোষণা যুক্তরাষ্ট্রের

By Daily Satkhira

January 27, 2021

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন ফিলিস্তিনের সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। তারা ফিলিস্তিনি উদ্বাস্তুদের সাহায্য নবায়নে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে। গতকাল মঙ্গলবার নিরাপত্তা পরিষদের উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠকে বাইডেনের এ উদ্যোগের ঘোষণা দেন জাতিসঙ্ঘের ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড মিলস।

মিলস বলেন, মার্কিন প্রশাসন বিশ্বাস করে, এ উদ্যোগগুলোই হলো গণতান্ত্রিক ও ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরাইলের ভবিষ্যত নিশ্চিত করার পাশাপাশি ফিলিস্তিনিদের নিজেদের রাষ্ট্র পাওয়া এবং সম্মান ও নিরাপত্তার সঙ্গে বসবাস করার বৈধ আকাঙ্ক্ষাকে সমর্থন দেওয়ার সবচেয়ে ভালো উপায়।

বাইডেনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইসরাইলকে নজিরহীন সমর্থন জানিয়েছিলেন। সে সময়ে জেরুসালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয় ট্রাম্প প্রশাসন। তেল আবিব থেকে সেখানে মার্কিন দূতাবাস সরিয়ে নেওয়া হয়। তারা ফিলিস্তিনিদের জন্য আর্থিক সাহায্যে বন্ধ করে দেয় এবং ফিলিস্তিনিদের দাবি করা ভূমিতে ইসরাইলি বসতি স্থাপনের অবৈধতা বিষয়ে উল্টো সুর ধরে।

ইসরাইল-ফিলিস্তিন দ্বন্দ্বের বিষয়ে বাইডেন প্রশাসনের অধিকতর নিরপেক্ষ উদ্যোগগুলো স্পষ্টভাবে তুলে ধরেন মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড মিলস। তিনি বলেন, নতুন প্রশাসনের অধীনে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি হবে পারস্পরিক সম্মতির দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে সমর্থন করা। যেখানে ইসরাইল শান্তি ও নিরাপত্তা সঙ্গে একটি টেকসই ফিলিস্তিন রাষ্ট্রের পাশাপাশি বসবাস করবে।

কোনো পক্ষেই শান্তি চাপিয়ে দেওয়া যায় না উল্লেখ করে রিচার্ড মিলস বলেন, অগ্রগতি এবং চূড়ান্ত সমাধানের জন্য ইসরাইল এবং ফিলিস্তিনিদের অংশগ্রহণ ও চুক্তি প্রয়োজন। এসব উদ্দেশ্য এগিয়ে নিতে বাইডেন প্রশাসন ফিলিস্তিনের পাশাপাশি ইসরাইলের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্য কার্যকলাপ পুনঃপ্রতিষ্ঠা করবে। যার মধ্যে থাকবে ফিলিস্তিনি নেতৃত্ব ও জনগণের সাথে মার্কিন সম্পর্ক নবায়ন করা, বলেন তিনি।

মিলস আরো বলেন, প্রেসিডেন্ট বাইডেনের উদ্দেশ্য হল ফিলিস্তিনি জনগণের অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচি ও মানবিক সাহায্যে মার্কিন সহায়তা কর্মসূচি পুনঃপ্রতিষ্ঠা করা এবং গত মার্কিন প্রশাসনের বন্ধ করে দেওয়া কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালু করতে পদক্ষেপ নেওয়া। সূত্র: ইউএনবি।