সাতক্ষীরা

৪০তম বিসিএস : লিখিত পরীক্ষার ফল প্রকাশ (তালিকাসহ)

By Daily Satkhira

January 27, 2021

অনলাইন ডেস্ক : ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ১০ হাজার ৯৬৪ জন পাশ করেছেন।

বুধবার বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) ওয়েবসাইটে http://(www.bpsc.gov.bd) এই ফল প্রকাশ করা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হবে আগামী ১৬ ফেব্রুয়ারি।

২০১৮ সালের আগস্টে ৪০ তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন। পিএসসি সূত্র জানায়, এই লিখিত পরীক্ষার ফল আরও আগেই প্রকাশ করার কথা ছিল। তবে প্রায় আট হাজার খাতায় দুই পরীক্ষকের দেওয়া নম্বরের মধ্যের ব্যবধান ২০ শাতংশের বেশি ব্যবধান হওয়ায় খাতা তৃতীয় পরীক্ষকের কাছে মুল্যায়নের জন্য দেওয়া হয়েছিল। সে কারণেই দেরি হয় ফল প্রকাশে।