কলারোয়া

কলারোয়ায় ভোট বর্জন করেও ১১ ভোটে জিতে কাউন্সিলর হলেন রফিকুল

By Daily Satkhira

January 30, 2021

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার কলারোয়া পৌর সভা নির্বাচনে কারচুপির অভিযোগে ভোট বর্জন করা প্রার্থীই গণনা শেষে বিজয়ী হয়েছেন কাউন্সিলর পদে! কলারোয়া পৌর সভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রফিকুল ইসলাম অনিয়ম ও কারচুপির অভিযোগে ভোট গ্রহণ শুরুর কিছুক্ষণ পর বেলা এগারোটার দিকে ভোট বর্জন করেন। কলারোয়া পৌরসভার টানা দুই বারের প্রার্থী রফিকুল ইসলাম অভিযোগ করেন যে, প্রতিদ্বন্দী ডালিম প্রতীকের প্রার্থীর পক্ষে ব্যাপক জাল ভোট প্রদান করা হচ্ছে। এ বিষয়ে তিনি কলরব জেলা নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাসের কাছে লিখিত অভিযোগ প্রদান করেন। ভোটগ্রহণ চলাকালীন তিনি টিভি ক্যামেরার সামনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। ভোটগ্রহণ শেষে ভোট গণনা করে দেখা যায় উট পাখি প্রতীকের কাউন্সিলর প্রার্থী রফিকুল ইসলাম ৬০৬ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডালিম প্রতীকের এএসএম এনায়েত উল্ল্যাহ খান(৫৯৫ ভোট)-কে মাত্র ১১ ভোটের ব্যবধানে পরাজিত করে বিজয়ী হয়েছেন।