জাতীয়

শৈত্যপ্রবাহে কাঁপছে দেশ : সর্বনিম্ন তাপমাত্রা ৫.৫ ডিগ্রিতে নেমেছে

By Daily Satkhira

January 31, 2021

অনলাইন ডেস্ক : শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জনপদসহ দেশের বিভিন্ন অঞ্চল। বয়ে যাওয়া শৈত্য প্রবাহের প্রভাবে আবারও বিপর্যস্ত হয়ে পড়েছে এই অঞ্চলের মানুষের স্বাভাবিক জীবন-যাত্রা।

রোববার সকাল ৯টায় উত্তরাঞ্চলের জেলা কুড়িগ্রামের রাজারহাটে সর্বনিম্ন ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা সারাদেশের সর্বনিম্ন তাপমাত্রা।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন থাকতে পারে। খবর ইউএনবির

সংশ্লিষ্টরা জানান, রাত থেকে বৃষ্টির ফোঁটার মতো কুয়াশা ঝড়ে পড়ায় কনকনে ঠান্ডার মাত্রাও বেড়ে গেছে। দিনের বেলায়ও ঘন কুয়াশায় প্রকৃতি ঢেকে আছে। কনকনে ঠান্ডা উপেক্ষা করে শ্রমিকরা কাজে যেতে না পারায় বোরো চাষ ব্যাহত হয়ে পড়েছে। ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও যানবাহনকে হেড লাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। প্রচণ্ড শীতের কারণে দিনমুজুর, ছিন্নমূল ও চরাঞ্চলের মানুষ দুর্ভোগে পড়েছেন।

এদিকে রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কুড়িগ্রাম ও রাজশাহী জেলা জুড়ে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগ ও টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর অঞ্চলে কোথাও কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহ হচ্ছে। এছাড়া গোপালগঞ্জ, নিকলী, শ্রীমঙ্গল, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল ও ভোলা তা অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল অবধি সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। চট্টগ্রাম ও বরিশাল বিভাগে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং এটি দেশের কোথাও কোথাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।