সাতক্ষীরা

অভিভাবক দলের সাথে নারী ও শিশুর নির্যাতন প্রতিরোধে কর্মশালা

By daily satkhira

February 01, 2021

জি.এম আবুল হোসাইন : সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে ইউনিয়ন সুরক্ষা কমিটির সাথে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ফেব্রুয়ারি ২০২১) সকালে সাতক্ষীরা শিশু একাডেমী হলরুমে নারী ও শিশুর প্রতি জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধে ইউনিয়ন সুরক্ষা কমিটির সাথে বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্যে ব্রাকের রিজিওনাল ম্যানেজার উজ্জল কুবি বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ব্রহ্মরাজপুর ইউনিয়নে নানাবিধ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে, তারই একটি আজকের এই কর্মশালা। আগামীতে অত্র ইউনিয়ন এ কিভাবে এই সুরক্ষা কমিটির প্রতিটি সদস্য তাদের দায়িত্ব কর্তব্য পালন করবেন, নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক বৈষম্য দূর করতে ভূমিকা রাখবেন, আজ এই কর্মশালায় আলোচনা হবে আশা করি আপনারা আপনাদের স্ব-স্ব অবস্থান থেকে নারী নির্যাতন, শিশু নির্যাতন, বাল্যবিবাহ, যৌন হয়রানি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবেন তাই এই কর্মশালাটি আজ আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই কর্মশালাটি সার্থকতা লাভ করবে। কর্মশালায় ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে ১৪ জোড়া কাপল অভিভাবক অংশগ্রহণ করেন। কর্মশালায় নারী ও শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধ বিষয়ক আটটি ভিডিও ক্লিপ মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়। অংশগ্রহণকারীগণ দলীয় কাজের মাধ্যমে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে কিশোর ও পুরুষের অংশগ্রহণ কিভাবে বৃদ্ধি করে সহিংসতা হ্রাস করা যায়, নিজেদের অবস্থান থেকে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে করণীয় কি, ইউনিয়ন সুরক্ষা কমিটি আগামীতে কিভাবে নিজেদের কার্যক্রম এগিয়ে নিবে, তা দল ভিত্তিক উপস্থাপন করেন।