শ্যামনগর

কাশিমাড়ীতে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দুদিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

By daily satkhira

February 03, 2021

কাশিমাড়ী প্রতিনিধি : শ্যামনগর উপজেলার কাশিমাড়ীতে দুর্যোগ ব্যবস্থাপনা বিযয়ক দুদিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। বুধবার (০৩জানুয়ারী) সকাল ১০টায় কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের হলরুমে ইউপি চেয়ারম্যান এসএম আব্দুর রউফ এই প্রশিক্ষণের উদ্বোধন করেন। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে ইউএসএআইডি’র/ ব্যুরো ফর হিউম্যানিটারিয়ান এসিস্ট্যান্স কার্যক্রমের বাংলাদেশে দুর্যোগ মোকাবেলায় কমিউনিটির সহনশীলতা বৃদ্ধি প্রকল্পের আওতায় ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের এসওডি’র আঙ্গিকে দায়-দায়িত্ব, কমিউনিটির সাথে সমন্বয়, দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং সাড়া প্রদান বিষয়ক নির্দেশনার উপর এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ফিল্ড অফিস ম্যানেজার আশিষ কুমার হালদার  ডব্লিউ.এইচ.এন.এইচ.এইচ.এইচ ফিরোজ আহমেদ, এস.আই.এস প্রনতি ভ্যারিনিকা কষ্ট্রা, এ.এস.এস.ও মানিক নুর, ফিল্ড ফ্যাসিলিটেটর আদনান হোসেন। দুদিন ব্যাপী এই প্রশিক্ষণের প্রশিক্ষক হিসেবে আছেন প্রজেক্ট অফিসার দিপংকর সাহা। এতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে ৪০জন সদস্য অংশগ্রহণ করেন।