প্রেস বিজ্ঞপ্তি: বৃহস্পতিবার বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন বিসিক জেলা কার্যালয়, সাতক্ষীরা আয়োজিত শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষ কোর্সের যুব উন্নয়ণ অধিদপ্তরের যুব ভবনে অনুষ্ঠিত হয়েছে।
৫ দিন ব্যাপী এ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব গোলাম সাকলাইন কাফী, উপব্যবস্থাপক, বিসিক, খুলনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: মাসুদ পারভেজ রমি, শিল্পনগরী কর্মকর্তা, বিসিক শিল্পনগরী, সাতক্ষীরা।
অনুষ্ঠানে সভপতিত্ব করেন জনাব রওশন আরা বেগম, প্রমোশন কর্মকর্তা বিসিক, সাতক্ষীরা। ক্ষুদ্র শিল্পোদ্যোক্তাদের মধ্যে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মো: মুবাশশীরুল ইসলাম তকী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে ও ক্ষুদ্র কুটির শিল্পের সম্প্রসারণে বিসিক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, সততার সাথে উদ্ভাবনী পণ্য নিয়ে কাজ করলে দেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও কুটির শিল্পের যে অবদান তা ত্বরাণ্বিত হবে।