সাতক্ষীরা

ভোমরা স্থলবন্দরে অননুমোদিত তিন ট্রাক শ্যামা চাল উদ্ধার

By daily satkhira

February 05, 2021

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে কম রাজস্ব মূল্যের নন বাসমতি চালের ঘোষণা দিয়ে বাংলাদেশে অননুমোদিত ০৩ (তিন) ট্রাক শ্যামা চাল উদ্ধার করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা(এনএসআই) ভোমরা স্থলবন্দর শাখা। ৪ ফেব্রুয়ারী সন্ধ্যায় ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ভোমরা শাখার জুনিয়র ফিল্ড অফিসার হাবিবুর রহমান তালুকদারের নেতৃত্বে পরিচালিত অভিযানে ভোমরাস্থল বন্দর ইয়ার্ড থেকে তিনটি ট্রাক ভর্তি অননুমোদিত ভারতীয় এসব চাউল আটক করা হয়। জানাগেছে, ১ ফেব্রুয়ারী ওই তিনট্রাক ভারতীয় শ্যামা চাল ভোমরাস্থল বন্দর ইয়ার্ডে প্রবেশ। কিন্তু ওই চালের অনুমোদন বাংলাদেশে না থাকায় সেখানেই ছিলো। আমদানীকারক প্রতিষ্ঠান সুলতানপুর বড় বাজারে পলাশ ট্রেডার্স এবং সিএন্ডএফ এজেন্ট মামুন ট্রেডার্স,ভোমরা মোটা চালের অনুমোদন নিয়ে চালগুলো আমদানি করে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা স্থলবন্দর এনএসআই অফিস এবং কাস্টমস অফিস যৌথ অভিযান পরিচালনা করে তিনটি ট্রাক (ট্রাক গুলোর নং (WB 23B-0355, WB 65B-4716, WB 23B-6631)উক্ত চালগুলো আটক করে। অভিযানে ট্রাক তিনটিতে বাংলাদেশে অননুমোদিত ১৪০৭ বস্তা (৮৪৪২০ কেজি) শ্যামা চাল এবং ৪৩ বস্তা(২৫৮০ কেজি) সিদ্ধ চাল উদ্ধার করা হয়। যা বর্তমানে ভোমরা স্থলবন্দর গোডাউন নং ১ এ সিলগালা অবস্থায় সংরক্ষিত রয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা। উক্ত বিষয়ে পরবর্তী কার্য দিবসে সিদ্ধান্ত গ্রহণ করবে বলে ভোমরা স্থলবন্দর কাস্টমস কর্তৃকপক্ষ জানিয়েছেন। পরীক্ষা করে ডকুমেন্টগুলো দেখে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে ভোমরা স্থলবন্দর কাস্টমস সহকারী কমিশনার আমির মামুন জানিয়েছেন।