তালা প্রতিনিধি : সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠির প্রাপ্য অধিকার নিশ্চিতকরন ও বৈষম্য দূরিকরন বিষয়ক আলোচনা সভা বুধবার সকালে তালা সদর ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। দাতা সংস্থা সানজিনো- ইটালী’র সহযোগীতায়, বেসরকারি সংস্থা দলিতের উদ্যোগে এবং টিপসি প্রকল্পের আওতায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন দলিত’র টিপসি প্রকল্প ব্যবস্থাপক দেবব্রত বিশ্বাস। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদের ভাইস চয়ারম্যান মো. ইখতিয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন, তালা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন ও উপজেলা সমাজসেবা অফিসার অর্ধীর গাইন। দলিত এর সিডিও গোপীনাথ দাশের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান তিতু, ইউপি সদস্য রফিকুল ইসলাম, আনারুল ইসলাম, সোনালী চৌধুরী, সাংবাদিক জুলফিকার রায়হান, দলিত নেতা মনজুরুল আলম, ফুলচাঁদ দাশ, মায়া মন্ডল, স্বরস্বতী দাশ, রাজেস্বর দাশ, যুধিষ্টির চক্রবর্ত্তী, মহাদেব দাশ, লিটন দাশ, বিশ্বনাথ মন্ডল, দলিত কর্মকর্তা রীনা দাস, শাওন শাহা ও সমীর দাস প্রমুখ বক্তৃতা করেন। সভায় সমাজের পিছিয়ে পড়া দলিত সম্প্রদায়ের মানুষের সামাজিক অধিকার নিশ্চিতকরন এবং বৈষম্য দূরিকরন সহ এই সম্প্রদায়ের মানুষের সামাজিক নানান প্রতিবন্ধকতা দূরিকরনের উপর আলোচন হয়।