সাতক্ষীরা

 লাবসা ইউপি’র চেয়ারম্যান প্রার্থী বাবু’র পক্ষে নির্বাচনী সমাবেশ

By daily satkhira

February 05, 2021

নিজস্ব প্রতিনিধি : আসন্ন ইউপি নির্বাচনে লাবসা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী গোলাম কিবরিয়া বাবু’র পক্ষে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় রাজনগর বাজারে(ব্রীজ সংলগ্ন) অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন, লাবসা ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম বাপ্পী। সমাবেশে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় মটর শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ সরদার, উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক রহমত আলী, উপজেলা শ্রমিকলীগের সদস্য সচিব জাহিদ হোসেন, লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আমির হোসেন, মফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হোসেন, প্রচার সম্পাদক আব্দুর রহিম, ধর্ম বিষয়ক সম্পাদক ইদ্রিস আলী, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি তৌহিদুজ্জামান তোতা, সাধারণ সম্পাদক ভবরঞ্জন, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক আবুল হোসেন খোকন, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলাউদ্দিন, ৫নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি মুনসুর আলী, ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শেখ আব্দুল আলিম, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, লাবসা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী গোলাম কিবরিয়া বাবু, লাবসা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোলাইমান হোসেন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি রমজান আলী রাতুল, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক মেম্বর আলী হোসেন, ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ফজর আলী। উপস্থিত ছিলেন, জুড়োন বিশ^াস, আব্দুর রব, শেখ বাবলুর রহমান, কামাল হোসেন, রফিকুল ইসলাম প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে উন্নয়নের জোয়ার বইছে। সাতক্ষীরাও উন্নয়নের ছোয়া লাগছে। কিন্তু সাতক্ষীরা শহরের সন্নিকটে লাবসা ইউনিয়নটি হলেও এ ইউনিয়নটি দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত। এই ইউনিয়নের দীর্ঘদিন ধরে বিএনপির প্রার্থী নির্বাচিত হয়ে আসছে। যে কারণে ইউনিয়নটি বরাবরই উন্নয়ন বঞ্চিত হয়। ওই প্রার্থীর বিরুদ্ধে আওয়ামীলীগের শক্তিশালী প্রার্থী দিতে না পারলেও এবারও লাবসা ইউনিয়নটি মুক্ত করা যাবে না। লাবসা ইউনিয়নটি বিএনপির কবল থেকে মুক্ত করতে গোলাম কিবরিয়া বাবুর বিকল্প নেই। আসন্ন ইউপি নির্বাচনে বাবু যাতে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেতে পারে সে বিষয়ে উর্দ্ধতন নেতৃবৃন্দের কাছে জোর সুপারিশ করা হবে।