আন্তর্জাতিক

ভারতে ৭ মাসে ৭ বার বিক্রি হওয়ার পর কিশোরীর আত্মহত্যা

By Daily Satkhira

February 09, 2021

বিদেশের খবর : ভারতে এক কিশোরী সাত মাসে সাত বার বিক্রি হয়েছেন। এরপর শেষমেশ তিনি আত্মহত্যা করেছেন। ভারতের উত্তরপ্রদেশে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, উত্তরপ্রদেশের ওই তরুণী গত বছরের সেপ্টেম্বরে আত্মহত্যা করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। ছত্তিশগড়, মধ্য প্রদেশ, উত্তর প্রদেশে এনিয়ে পুলিশ তদন্ত চালাচ্ছে। এই কিশোরীকে ছত্তিশগড়ের যশপুর জেলা থেকে অপহরণ করে মানব পাচারকারীরা। এরপর কিশোরীর বাবা মায়ের কাছে টাকা দাবি করে।

জানা যায়, ঐ কিশোরী তার বাবাকে কৃষি কাজে সাহায্য করতেন। এরপর তাদের এক আত্মীয় তাকে চাকরি দেওয়ার কথা বলে মধ্যপ্রদেশে নিয়ে যায়। সেখানে তিনি অপহৃত হন। এরপর কিশোরীর পরিবার পুলিশকে জানান, তাদের মেয়েকে অপরহরণ করা হয়েছে এবং টাকার জন্য ফোন করা হচ্ছে।

পুলিশ জানায়, ঐ কিশোরীর আত্মীয় প্রথমে তাকে ২০ হাজার রুপিতে বিক্রি করে। পরে ওই কিশোরীকে সর্বশেষ সান্তস নামে এক ব্যক্তি ৭০ হাজার রুপিতে কিনে। এরপর সান্তস তার প্রতিবন্ধী ছেলের সঙ্গে ঐ কিশোরীর জোরপূর্বক বিয়ে দেন। তারপর সেপ্টেম্বরে ওই কিশোরী আত্মহত্যা করেন। সূত্র: এনডিটিভি।