রাজনীতি

শেখ হাসিনা প্রত্যাবর্তন না করলে আ. লীগের অস্তিত্ব বিলীন হয়ে যেত-নজরুল ইসলাম

By Daily Satkhira

May 17, 2017

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সাতক্ষীরা পৌর আ. লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৫ টায় পুরাতন সাতক্ষীরা বাজারে এ আলোচনা সভায় পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মাদ আবু সায়ীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। এসময় তিনি বলেন, জাতির জনকের কন্যা ৩ বারের সফল প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনা যদি সেদিন স্বদেশ প্রত্যাবর্তন না করতেন তাহলে আওয়ামীলীগের অস্তিত্ব বিলীন হয়ে যেতো। বাংলাদেশের এতো উন্নয়ন সম্ভব হতো না। স্বাধীনতা বিরোধী অপশক্তি স্বাধীনতার সঠিক ইতিহাস মুছে ফেলতো। সেদিন শেখ হাসিনা দেশে ফিরে বলেছিলেন, ‘সব হারিয়ে আমি আপনাদের মাঝে এসেছি। বঙ্গবন্ধুর নির্দেশিত পথে তার আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়ে জাতির পিতার হত্যার বিচার বাস্তবায়নে আমি জীবন উৎসর্গ করতে চাই। আমার আর হারাবার কিছু নেই। আমি আপনাদের মাঝেই সব কিছুই পেতে চাই। আপনাদের নিয়েই আমি বঙ্গবন্ধুর নির্দেশিত পথে তা বাস্তবায়ন করে বাংলা দুঃখী মানুষের মুখে হাঁসি ফুটাতে চাই। বাঙালী জাতির আর্থ সামাজিক তথা সার্বিক মুক্তি ছিনিয়ে আনতে চাই।’ ১৯৮১ সালের এই দিনে দেশে ফেরার পর থেকে তিনি নিরলসভাবে দেশের অধিকারহারা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নিরবিচ্ছিন্ন লড়াই সংগ্রাম অব্যাহত রেখেছেন। ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঘাতকচক্র সপরিবারে হত্যা করলেও তার দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকার কারণে রক্ষা পান। দীর্ঘদিন বিদেশে থাকার পর ১৯৮১ সালে এই দিনে দেশে ফিরেন শেখ হাসিনা।’ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু আহমেদ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম শওকত হোসেন,  সাধারণ সম্পাদক শাহাজান আলী।  এসময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান, সদর উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক মাসুম, সাংগঠনিক সম্পাদক আব্দুল রশিদ, জেলা কৃষকলীগের সংগঠনিক সম্পাদক এড. পলাশ, ৩নং ওয়ার্ডের আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও কাউন্সিলার শেখ আব্দুল সেলিম, পৌর আওয়ামীলীগের কার্যকারী সদস্য আমজাদ হোসেন লাবলু, মাজেদ, ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, সদর উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ,  যুবলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পৌর আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক রাশিদুজ্জামান রাশি।