সাতক্ষীরা

মাধবকাটিতে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

By Daily Satkhira

September 15, 2016

জি.এম আবুল হোসাইন : সদর উপজলার মাধবকাটি ফুটবল মাঠে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদকের বিরুদ্ধে সচেতন নাগরিক সমাজের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পঞ্চগ্রাম ক্লাব, মাধবকাটি বাজার কমিটি ও স্থানীয় সচেতন নাগরিক সমাজ (সনাস) এর যৌথ আয়োজনে এবং মিডিয়া পার্টনার “দৈনিক আজকের সাতক্ষীরা’র সার্বিক ব্যবস্থাপনায় বৃহস্পতিবার বিকালে উক্ত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন, মুক্তিযোদ্ধা মো. খলিলুর রহমান সানা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী ডিজিটাল বাংলাদেশ গড়ার মাধ্যমে সোনার বাংলাদেশ সমৃদ্ধশালী করা হচ্ছে। সাতক্ষীরা মেধায়, খেলাধুলায়, শিল্প-সাহিত্যে, উৎপাদনে, এমনকি রপ্তানিতে দেশের অন্নান্য জেলার তুলনায় অনেক এগিয়ে যাচ্ছে। দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য জঙ্গিরা বিভিন্ন স্থানে বিভিন্ন নামে যে নাশকতা সৃষ্টি করছে তা সম্মিলিত প্রচেষ্টায় রুখে দিতে সকলকে আহবান জানান। বিশেষ অতিথির বক্তব্যে জেলা জাতীয় পার্টি’র সভাপতি শেখ আজাহার হোসেন বলেন, সাতক্ষীরার বিচ্ছিন্ন কিছু ঘটনার কারণে আমরা লজ্জ্বায় মাথা তুলে দাঁড়াতে পারি না। এ লজ্জা থেকে মুক্তি পেতে যে কোন মূল্যে জঙ্গিবাদকে প্রতিহত করতে হবে। সাতক্ষীরা সদর সার্কেল’র সহকারি পুলিশ সুপার মো. আতিকুল হক বলেন, প্রযুক্তিগত উন্নয়ন ও আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে জঙ্গিবাদী সকল কর্মকান্ডকে নস্যাত করা হবে। যে কোন মূল্যে সাতক্ষীরাকে জঙ্গীমুক্ত জেলায় পরিনত করা হবে। সদর উপজেলা আলীগের সভাপতি এস.এম শওকাত হোসেন বলেন, যারা বাংলাদেশকে ভালবাসেন, দেশের পতাকাকে ভালবাসেন তারা কোন প্রকার নাশকতামূলক কাজে জড়িত হতে পারে না। যারা সাতক্ষীরার শান্ত জনপদকে অশান্ত করার চেষ্টা করছে তাদের প্রতিহত করতে হবে। এসময় আরো বক্তব্য রাখেন, আগরদাঁড়ি আমিনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুস সালাম, মাধবকাটি বাজার কমিটির সভাপতি মো. আবুল খায়ের বিশ্বাস, সচেতন নাগরিক সমাজ (সনাস) এর সমন্বয়কারী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মো.  আজিজুল হক (ডেভিড), আগরদাঁড়ি ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাবেক ব্যাংক কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম।