সাতক্ষীরা

অনার্স-মাস্টার্স কোর্সের শিক্ষকদের এমপিও ভুক্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

By daily satkhira

February 11, 2021

নিজস্ব প্রতিনিধি : অনার্স-মাস্টার্স কোর্সের শিক্ষকদের এমপিও ভুক্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বাংলাদশে বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ফেডারেশন এর আহবায়ক আনারুল ইসলামের সভাপতিত্বে এবং আমিনুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পবিত্র কুমার মন্ডল, আদিত্য মন্ডল, অহিদুজ্জামান লাভলু, আব্দুল হাকিম, সাবিনা আক্তার, সাজ্জাদ হোসেন, নাজমুল হাসান, মৃন্ময় মন্ডল, ফিরোজ কবির, গোলাম মোস্তফা, আমজাদ হোসেন, আব্দুল্লাহ আল মামুন, দীপঙ্কর মন্ডল, আব্দুল আহাদসহ সাতক্ষীরার বিভিন্ন বেসরকারি অনার্স মাস্টার্স কলেজের শিক্ষকবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮”তে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজসমূহে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত সারাদেশের অনার্স মাস্টার্স কোর্সের ৫৫০০ জন শিক্ষককে অন্তর্ভুক্তকরতঃ এমপিওভুক্ত করতে হবে। এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের সুদৃষ্টি কামনা করেন। পরে সাতক্ষীরা জেলা প্রশাসক এর নিকট স্মারকলিপি প্রদান করা হয়।