প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে এডুকেশন ইকুইটি ফর আউট অফ স্কুল চিল্ড্রেন প্রজেক্ট (ইইওএসসিপি)- এর ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৭ অনুষ্ঠিত হয়েছে। বুধবার খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেনের সভাপতিত্বে, ইউনিসেফের সহযোগিতায় ও জাগরণী চক্র ফাউ-েশনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান (মানি), সিনিয়র সহ-সভাপতি ও ইউপি সদস্য আজহারুল ইসলাম। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বাবু পরিমল বিশ্বাস, ফিরোজ রহমান, তরুন কান্তি সানা, বীর মুক্তিযোদ্ধা আহারুল ইসলাম, যুবলীগের সবুর হোসেন, লিটন হোসেন সহ শিবপুরের বিভিন্ন শিক্ষক, ছাত্রছাত্রী ও অভিভাবকগণ। প্রতিযোগিতায় শিশুদের গান, নৃত্য, আবৃত্তি, নাটক ও বিভিন্ন খেলার আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে আসাদুজ্জামান বাবু বলেন, ‘শিক্ষাই জাতিকে সমৃদ্ধির পথে এগিয়ে নেবে। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত উন্নত। তাই শিক্ষার্থীদের যুগপোযোগী শিক্ষা দানের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার পাশাপাশি খেলাধুলার প্রতি মনোযোগ দিতে হবে। কেননা, খেলাধুলা মানুষকে সুস্থ শরীর গঠনে সহায়তা করে। এর মাধ্যমে মনকে চিন্তামুক্ত রাখা সম্ভব। অন্যান্য কাজের পাশা পাশি খেলাধুলার কোন বিকল্প নেই। তিনি আরো বলেন, প্রত্যেক শিক্ষার্থীকে পড়ালেখার পাশাপাশি বিভিন্ন প্রকার খেলাধুলার সাথে পরিচয় করিয়ে দেয়া গুরত্বপূর্ণ। খেলাধুলার প্রতি অবহেলা শিশুদের শারীরিকভাবে বেড়ে উঠাকে বাধাগ্রস্থ করে। খেলাধুলা শিশুদের দেহ ও মনকে প্রফুল্ল রাখে। চরিত্র গঠনে সহায়তা করে। শিশুদের সঠিকভাবে বেড়ে উঠার জন্য খেলাধুলা আবশ্যক। এসময় তিনি সকলকে মাদকাসক্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। শেষে প্রতিযোগী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।