রাজনীতি

জেলা কৃষকলীগের আলোচনা সভা

By Daily Satkhira

May 18, 2017

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা পৌর কৃষকলীগের আয়োজনে বুধবার বিকেলে জেলা কৃষকলীগের অস্থায়ী কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও পৌর কৃষকলীগের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পৌর কৃষকলীগের আহবায়ক সামছুজ্জামান (জুয়েল) এর সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক শাহ মোঃ আনারুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সহ-সভাপতি এড. নওশের আলী, সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন, দপ্তর সম্পাদক আতিয়ার রহমান,সদর উপজেলা কৃষকলীগের আহবায়ক তাজমিনুর রহমান টুটুল,সংস্কৃতি বিষয়ক সম্পাদক সরদার গিয়াস উদ্দিন, এড. রঘুজিত মন্ডল, এড. সোহরাব হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৮১ সালের এই দিনে জাতীর জনক তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন করেন। ১৯৭২ সালের ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান কারাগার থেকে মুক্তিপেয়ে বীর বেশে স্বদেশের মাটিতে পা রেখেছিলেন। ঠিক তেমনি ভাবে পিতার পদাস্ক অনুসরণ করে শেখ হাসিনা স্বদেশের মাটিতে পা রেখেছিলেন। এর পরে বাংলাদেশ আওয়ামীলীগের হাল ধরেন শেখ হাসিনা দলের নেতাকর্মীদের মনে জ্বলে ওঠে। আশার আলো। সন্ত্রাস জঙ্গীবাদের বিরুদ্ধে এবং স্বৈরাচারের কবল থেকে গণতন্ত্রের মুক্তির আন্দোলনে শেখ হাসিনার নেতৃত্বে আ’লীগ দুর্বার আন্দোলন গড়ে তোলেন। যে ধারা আজও অব্যাহত আছে।