সাতক্ষীরা

বিনেরপোতা মৎস্য সেটে ডিজিটাল ওয়েট মেশিন এর উদ্বোধন

By Daily Satkhira

May 18, 2017

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার বিনেরপোতা মৎস্য বাজারে ডিজিটাল ওয়েট মেশিন এর উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে সদরের বিনেরপোতা মৎস্য আড়ৎ মালিক সমিতির আয়োজনে ১৩ নং লাবসা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল আলিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজল। এসময় উপস্থিত ছিলেন লাবসা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া বাবু, লাবসা ইউপি সদস্য মো. আব্দুল হান্নান, মহিলা ইউপি সদস্য ফেরদৌসি ইসলাম মিষ্টি, ইউপি সদস্য মনিরুল ইসলাম মনি, বিনেরপোতা মৎস্য আড়ৎ মালিক সমিতির সহ-সভাপতি মো. আরশাদ আলী, যুগ্ম সম্পাদক সঞ্জয় বিশ্বাস ও কোষাদ্যক্ষ বাবলু সরকার প্রমুখ। অতিথিবৃন্দ বলেন, সদর উপজেলার বিনেরপোতা মৎস্য সেটে ডিজিটাল ওয়েট মেশিনের উদ্বোধনের মধ্য দিয়ে মান্ধাতার আমলের শুভঙ্করের ফাঁকির ওজন ব্যবস্থার অবসান হলো। ইতিমধ্যে সাতক্ষীরা বড় বাজার মোকামে ও ডিজিটাল ওয়েট মেশিনের ব্যবহার শুরু করা হয়েছে। আগামী প্রতিটি বাজার/ আড়ৎ এ আধুনিক এই ওজন যন্ত্রের ব্যবহার বাধ্যতামূলক করা হবে। দীর্ঘদিনের অব্যবস্থাপনার ফলে আমাদের হাটবাজার গুলোতে বিশৃঙ্খলা বিরাজ করছে। আমরা এই গুরুত্বপূর্ন জায়গাটিতে শৃঙ্খলা আনতে চাই। ইতিমধ্যে সিন্ডিকেট ভাঙ্গতে সক্ষম হয়েছি। যার ফলে গত বছরের থেকে সরকার কোটি টাকারও অধিক রাজস্ব পেয়েছে। আমরা হাট-বাজার গুলো ঢেলে সাজাতে চাই। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি। এসময় বিনেরপোতা মৎস্য সেটে ২১টি ডিজিটাল ওয়েট মেশিন উদ্বোধন করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিনেরপোতা মৎস্য আড়ৎ মালিক সমিতির সাধারণ সম্পাদক বিশ্বনাথ মন্ডল।