সাতক্ষীরা

সরকারের সাফল্য অর্জনে কালিগঞ্জে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং

By Daily Satkhira

May 18, 2017

কালিগঞ্জ ব্যুরো : সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন বিষয়ে জনগনকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষ্যে বিশেষ প্রচার কার্যক্রমের আওতায় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রে বর্তমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন জেলা তথ্য অফিসার। এসময় তিনি বলেন বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ কৌশিক বসুর মতে এশিয়ার উদীয়মান বাঘ বাংলাদেশ। বিশ্ব ব্যাংক ও আইএমএফের বিশ্ব অর্থনৈতিক সুচকে ১৪ ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৪৪তম। নারীর ক্ষমতায়নে অসাধরণ অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ ইউমেন ফোরাম ও গ্লোবাল পার্টনারশিপ ফোরাম হতে প্লানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন ও এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড পেয়েছেন। এছাড়া দেশের শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, বিদ্যুৎ, শিল্প সহ বাংলাদেশের উন্নয়ন ক্ষেত্রে অতিথের যে কোন সরকারের চেয়ে অর্ভূূতপূর্ব সাফল্য অর্জন করেছে। জেলা তথ্য অফিসের আয়োজনে বুধবার সন্ধ্যার পূর্বে উপজেলার নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে বর্তমান সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে ভিশন ২০২১ শীর্ষক এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসার মোজাম্মেল হকের সভাপতিত্বে জেলা তথ্য অফিসের ঘোষক মনিরুজ্জামানের সঞ্চালনায় প্রেসব্রিফিংয়ে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এমএ নাহার, জর্জ কোটের অতিরিক্ত পিপি এ্যাডঃ মোজাহার হোসেন কান্টু, কালিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু। উপজেলা এলাকায় কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সন্ধ্যায় সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের খানবাহাদুর আহছানউল্লা সেতু সংলগ্ম বঙ্গবন্ধু‘র ম্যুরালের পাদদেশে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের প্রামান্য চিত্র প্রদর্শিত হয়।