কালিগঞ্জ

জমে উঠেছে কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন

By Daily Satkhira

February 18, 2021

কালিগঞ্জ প্রতিনিধি : আগাম ২০ ফেব্রুয়ারী শনিবার কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-৯৫০ এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে ঘিরে শেষ মুহুর্ত্বে প্রার্থীদের ব্যাপক প্রচার প্রচারনা জমে উঠেছে। প্রার্থীরা ভোর থেকে রাত গভীর রাত পর্যন্ত ভোটারদের বাড়ি বাড়ি যেয়ে ভোট চাচ্ছেন এবং শুভেচ্ছা বিনিময় করছেন। সেই সাথে মাইকে প্রচার প্রচারনাসহ লিফলেট ও পোষ্টারে ছেয়ে গেছে বাস টার্মিনাল এলাকা। দীর্ঘদিন পর নির্বাচনে গৌর-তাহের পরিষদের ৪জন প্রার্থী ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। অন্যদিকে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ন সম্পাদক সহ অন্যান্য সংগঠনিক ও সদস্য পদের প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এ্যাডঃ শেখ সাঈদুর রহমান জানান, শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক সহ মোট ১৭টি পদে মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক জহুর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন বাবু, প্রচার সম্পাদক ফরিদ ও অফিস সম্পাদক সাইফুল নির্বাচিত হয়েছে। বাকী ১৩টি পদের বিপরীতে ৩১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। সভাপতি পদে গৌরপদ ঘোষ ও মনিরুল ইসলাম মনি। সহ-সভাপতি মহাতাপ, ইসলাম, আমজাদ। সাধারণ সম্পাদক পদে আবু তাহের, সাদেকুজ্জামান সাদু, শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক বাবুল হোসেন, সুমন হোসেন, আব্দুর রশিদ, সহ-সম্পাদক হাফিজুর রহমান, সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে মুকুল, রঞ্জু, সালাম, ক্রীড়া সম্পাদক পদে সিদ্দিক-শহিদুল ইসলাম, সমাজ কল্যান সম্পাদক পদে আব্দুল আলিম-আজমীর, সড়ক সম্পাদক পদে মহাতাপ-আব্দুর রহমান, সদস্য ৩টি পদে ইকবাল হোসেন, নূর মোহাম্মদ, প্রশান্ত ঘোষ, আব্দুর রহিম, রুহুল আমিন, শফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, আবু হাসান প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচন পরিচালনা কমিটি কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন অবাদ সুষ্ট ও শান্তিপূর্ণ ভাবে করার লক্ষ্যে সব ধরণের প্রস্তুতি গ্রহন করেছে। মোজাহার মোমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে শনিবার সকাল ৯টা থেকে বিরোতিহীন ভাবে বিকাল ৪ পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনা কমিটিতে সহায়তাকারী হিসেবে রয়েছেন এ্যাডঃ রফিকুল ইসলাম ও এ্যাডঃ রেজাউল ইসলাম। অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন বলেন, শ্রমিক ইউনিয়নের নির্বাচন শান্তিপূর্ণভাবে হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বদা নিয়োজিত থাকবে।