ঘরের কিছু টুকটাক কাজ নিয়ে প্রায়শই আপনাকে কিছু যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়। এইসব যন্ত্রণা থেকে মুক্তি পেতে আপনার দরকার কিছু সহজ পদ্ধতি।
পেয়াজ ও রসুন কাটার পর হাতে গন্ধ থেকে যায়৷রান্না ঘরে কাটাকাটির কাজ শেষ হলে একটি আলু দুই ভাগ করে কেটে দুই হাতে একটু ঘষে নিন, ব্যাস গন্ধ বিদায়।
আবার রুপার চামচ, কাটাচামচ, কেটলি, প্লেট বা ফুলদানি পরিষ্কার করতে আলুর বিকল্প নেই। আলু সেদ্ধ পানিতে ভিজে রাখুন চামচগুলো। ব্যাস কেল্লাফতে।
মাইক্রোওয়েভ ওভেন পরিষ্কার নিয়ে চিন্তিত? একটি ছোট কাঁচের বাটিতে পানির সাথে লেবুর রস মিশিয়ে নিয়ে ওভেন পাঁচ মিনিট চালিয়ে রাখুন৷ তারপর একটি অল্প ভেজা কাপড় দিয়ে ভালো করে মুছে ফেলুন৷ দেখবেন মাইক্রোওয়েভের ভেতরটা কী সুন্দর ঝকঝক করছে৷
কাপড়ের ইস্ত্রিতে প্রায়ই মরচে পড়ে যায়৷ তখন আর সেটা দিয়ে আগের মতো সুন্দর ইস্ত্রি করা যায় না৷ তাই এমনটা হলে ইস্ত্রিতে টুথপেস্ট লাগিয়ে ধীরে ধীরে ঘষতে থাকুন৷ দেখবেন আবারও আগের মতো মসৃণ হয়ে গেছে এবং কেমন সুন্দর ইস্ত্রি হচ্ছে৷
ঘরে ধূমপান বা রান্নার গন্ধ দূর করতে একটি স্পঞ্জ সিরকার মধ্যে ডুবিয়ে একটি পাত্রে রেখে, সেই পাত্রটি ঘরের একপাশে কয়েক ঘণ্টা রেখে দিন৷ দেখবেন আর কোনো গন্ধই থাকবে না৷
কফি বা চা তার দাগ রেখে যায় কাপ, কেটলি বা ফ্লাস্কে – যা দেখতে ভালো তো লাগেই না, উল্টো সেই দাগ লাগা পাত্রে চা পানে কেমন যেন অরুচি হয়৷ তাই দাগের ওপর দু’চামচ বেকিং পাউডার এক বা দুই ঘণ্টা লাগিয়ে রাখুন এবং পরে গরম পানি দিয়ে ঘষে ঘষে ধুয়ে ফেলুন৷