খেলা

আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার দ. আফ্রিকার মরিস

By Daily Satkhira

February 19, 2021

খেলার খবর : আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার এখন দক্ষিণ আফ্রিকার ক্রিস মরিস। তার ভিত্তি মূল্য ছিল মাত্র ৭৫ লাখ রুপি। অথচ ১৬ কোটি ২৫ লাখ রুপিতে তাকে কিনল রাজস্থান রয়্যালস। মুম্বাই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংসের সঙ্গে দর কষাকষি করে মরিসকে আকাশ ছোঁয়া এই দামে কিনে নেওয়া হয়।

আজ বৃহস্পতিবার আইপিএল নিলাম ইতিহাসে রীতিমতো ঝড় ওঠে মরিসকে নিয়ে। চেন্নাইয়ের নিলামে সবাইকে ছাড়িয়ে যান এই ক্রিকেটার। ৪২টি ওয়ানডের সঙ্গে ২৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।

এতোদিন আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন যুবরাজ সিং। তার দর উঠেছিল ১৬ কোটি রুপি। আর বিদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। গত বছর তাকে ১৫ কোটি ৫০ লাখ রুপিতে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স।

এবার নিলামে গ্লেন ম্যাক্সওয়েলের ভিত্তিমূল্য ছিল দুই কোটি রুপি। কিন্তু তাকে নিয়ে অবিশ্বাস্য লড়াই শুরু হলো। শেষ পর্যন্ত ওই লড়াই জিতেছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অজি এই অলরাউন্ডারকে ১৪ কোটি রুপিতে দলে টেনেছে তারা। এবারের আইপিএলে বেঙ্গালুরুর জার্সিতে দেখা যাবে গ্লেন ম্যাক্সওয়েলকে।