তালা

তালায় সেনাবাহিনীর আয়োজনে মুজিব বর্ষ উপলক্ষ্যে ম্যারাথন অনুষ্ঠিত

By Daily Satkhira

February 19, 2021

এসএম বাচ্চু, তালা : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এতে তালা উপজেলার সকল ইউনিয়ন থেকে প্রায় কয়েক শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন। শুক্রবার “বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন” বাংলাদেশ সেনাবাহিনীর ৯ বেঙ্গল ল্যান্সার ডিভিশনের ব্যবস্থাপনায়, ৫৫ পদাতিক ডিভিশন’র পরিচালনায় ও তালা উপজেলা প্রসাশনের সার্বিক ব্যবস্থাপনায় সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকাল তালা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে জে এন এ পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ে শেষ হয়।

তালা ম্যারাথন দৌড় উপজেলা নির্বাহ অফিসার মোঃ তারিফ-উল-হাসান’র সভাপতিত্বে ম্যারাথান দৌড় প্রতিযোগিতা উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।

উপজেলা আওয়ামীলী’র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা আওয়ামীলীগ’র সভাপতি শেখ নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ষোষ সনৎ কুমার, সেনাবাহিনীর ক্যাপ্টেন সরকার সুলতান তালহা, তালা থানার অফিসার ইনর্চাজ (ওসি) মেহেদী রাসেল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ এনামুল ইসলাম, শালিকা কলেজের অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, ভাইস চেয়ারম্যান (মহিলা) মুর্শিদা পারভীন পাপড়ি, উপজেলা প্রকল্প কর্মকর্তা ওবায়দুল হক, মুক্তিযোদ্ধা সংসদ’র সাবেক ডেপুটি কমাণ্ডার আলাউদ্দীন জোয়াদ্দার,বীর মুক্তিযোদ্ধা মইনুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ’র সভাপতি শেখ সাদী প্রমুখ।

ম্যারাথন দৌড় শেষে শেষে আয়োজকদের পক্ষ থেকে জে এন এ পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিজয়ী ৫ জন পুরুষ ও ৫ জন নারীর কে পুরস্কার প্রদান করা হয়।