খেলা

আইপিএল খেলতে ছাড়পত্র পাচ্ছে মোস্তাফিজও

By Daily Satkhira

February 20, 2021

খেলার খবর : বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরে খেলার ছাড়পত্র পাচ্ছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানও। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান।

তিনি বলেন, আবেদন করলে আমরা অবশ্যই মোস্তাফিজুরকে এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট বা অনাপত্তিপত্র) দেবো। আমরা সাকিবকে এনওসি দিয়েছি এবং মোস্তাফিজুর রহমানের ক্ষেত্রেও একই ব্যাপার ঘটবে। বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে কেউ এনওসি চাইলে দেওয়া হবে। কারণ যদি কেউ খেলতে না চায় তাহলে জোর করে লাভ নেই।

এর আগে একবার মোস্তাফিজকে আইপিএলে খেলার ছাড়পত্র দেয়নি বিসিবি।

আইপিএলের নিলামে বাংলাদেশিদের মধ্যে দল পেয়েছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। সাকিবকে ৩ কোটি ২০ লাখ রুপিতে কিনেছে তার পুরনো দল কলকাতা নাইট রাইডার্স এবং মোস্তাফিজকে তার ভিত্তিমূল্য ১ কোটি রুপিতে কিনেছে রাজস্থান রয়্যালস।

আইপিএলে দল নিশ্চিত হওয়ার পর জানা যায়, শ্রীলঙ্কা সফরের টেস্ট সিরিজ থেকে নাম প্রত্যাহারের আবেদন জানিয়েছেন সাকিব। পরে তাকে অনাপত্তিপত্র দেয় বিসিবি। এবার মোস্তাফিজকেও একই সুবিধা দেওয়া হবে।