কালিগঞ্জ

কালিগঞ্জে কবিতা পাঠের আসর ও আলোচনা সভা

By Daily Satkhira

February 20, 2021

কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে আন্তর্জাাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্বরচিত কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে প্রেসক্লাবে মিলনায়তনে কবিতীর্থের সভাপতি সুকুমার দাশ বাচ্চু‘র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন আলী সোহরাব, বাবর আলী সরদার, জিএম, পারভেজ, মীর আহছানুজ্জামান, দিপক কুমার মন্ডল, জিএম আব্দুর রব, শাহাদাৎ হোসেন সাজু, শেখ হারুন, দিপক কুমার, খলিলুল্লাহ। এসময় কবিতা পাঠের উপর আলোচনা করেন সাপ্তাহিক সুন্দরবন বার্তার নির্বাহী সম্পাদক ইশারাত আলী, প্রেসক্লাবের তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্চু, অনলাইন রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শেখ আতিকুর রহমান, শিক্ষক সৈয়দ মোমেনুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে একুশ স্বরণে স্থানীয় কবিদের লেখা ফোল্ডার প্রকাশিত হয়।