কালিগঞ্জ

কালিগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন অনুষ্ঠিত

By Daily Satkhira

February 20, 2021

কালিগঞ্জ প্রতিনিধি : সারাদেশের ন্যায় বর্ণাঢ্য আয়োজনে মুজিববর্ষ উদযাপনে কালিগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে ৫ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে একই স্থানে এসে শেষ হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন যশোর অঞ্চলের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন দৌড় প্রতিযোগিরতার উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে ও শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু ও সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫৫ পদাতিক ডিভিশন-২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন নাজমুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নজিবুল আলম, থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন, উপজেলা আ‘লীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সী, রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম, জাফরুল আলম বাবু, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সিনিয়ার মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা ইকবাল আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু প্রমুখ। ম্যারাথন দৌড়ে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ক্রীড়াবীদ, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহন করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় পুরুষদের মধ্যে প্রথমস্থান অধিকার করে আনারুল ইসলাম, দ্বিতীয় স্থান অধিকার করে আবুজার ইসলাম, তৃতীয় স্থান অধিকার করে আতাউর রহমান। মহিলাদের মধ্যে প্রথমস্থান অধিকার করে পপি ইসলাম, দ্বিতীয় স্থান অধিকার করে নাজমা এবং তৃতীয় স্থান অধিকার করে ফারিহা।