সাতক্ষীরা

একুশ মানে মাথা নত না করা– সাতক্ষীরা সিনিয়র জেলা ও দায়রা জজ

By daily satkhira

February 21, 2021

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেছেন, একুশ মানে মাথা নত না করা। আমাদের রক্তের ধমনীতে একুশের গর্বিত প্রবাহ। একুশে মানে প্রেরণা। ৫২-সালে মায়ের ভাষা বাংলা প্রতিষ্ঠা করতে পেরেছিলাম বলেই ভাষা আন্দোলনের পথ ধরে ৬৬’র ৬ দফা, ৬৯’র গণ আন্দোলন এবং ৭১’র মহান মুক্তিযুদ্ধে বাঙালি বিজয়ী হয়। একুশের প্রথম প্রহরে আদালত প্রাঙ্গণে শহীদ মিনারে অমর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ সহ শ্রদ্ধা জানানোর পর উপস্থিত বিচারকবৃন্দ, আইনজীবী ও বিচার বিভাগের সাথে সংশ্লিষ্টদের উপস্থিতিতে উপরোক্ত কথা বলেন। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ুন কবির, বিচারকবৃন্দ, আইনজীবী সমিতির সভাপতি এম শাহ আলম, সাঃ সম্পাদক তোজাম্মেল হোসেন তোজাম, জিপি, পিপি ও আইনজীবীবৃন্দ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।