প্রেস বিজ্ঞপ্তি : সভাপতি নির্বাচনের মধ্য দিয়ে যাত্রা শুরু করলো তালা উপজেলার রাঢ়ীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১ সদস্যের ম্যানেজিং কমিটি। রোববার বিদ্যালয় ভবনে অনুষ্ঠিত হয় সভাপতি নির্বাচন। উপস্থিত নয় সদস্যের সমর্থনে সর্বসম্মতভাবে এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন তালা কলারোয়া আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ মনোনীত এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী টুম্পা অধিকারী। এ ছাড়া সহসভাপতি হয়েছেন কাশিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রমেশ গুহ। পদাধিকার বলে এ কমিটির সদস্য সচিব হয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিখা রানী চৌধুরী। ১১ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন জমি দাতা শ্যামল গুহ, সংসদ সদস্য মনোনীত বিদ্যোৎসাহী সদস্য মো. রফিকুল ইসলাম, স্থানীয় কুমিরা ইউপি সদস্য শফিকুল ইসলাম, অভিভাবক সদস্য জয়দেব দাস, প্রতাপ বিশ^াস, শাহানারা খাতুন ও ঝুনু বীট এবং শিক্ষক প্রতিনিধি সদস্য মমতাজ পারভিন । আগামি তিন বছরের জন্য এই কমিটি গঠিত হয়। উল্লেখ্য সরকারের প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির প্রজ্ঞাপন অনুযায়ী এবার থেকে সভাপতি হতে হলে তাকে ন্যূনতম ¯œাতক ডিগ্রিধারী হতে হবে। সরকারের এই বিধান মেনেই এ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক শিখা রাণী চৌধুরী।