বি এম আলাউদ্দীন : আশাশুনিতে বিনম্র শ্রদ্ধা আর যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’২১ পালিত হয়েছে। শনিবার দিবাগত রাত ১২.০১ মিনিটে আশাশুনি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। শুরুতেই পুষ্প মাল্য দান করেন উপজেলা পরিষদ এবং উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আ’লীগ এবং অঙ্গ সহযোগি সংগঠন, জাতীয় পার্টি, আশাশুনি সরকারি কলেজ, মহিলা কলেজ, সরকারী মাধ্যমিক বিদ্যালয়, আশাশুনি প্রেসক্লাব, উপজেলা পূজা উদযাপন পরিষদ, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন। সবশেষে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান শপথ বাক্য পাঠ করান। রোববার সূর্যোদয়ের সাথে সাথে আশাশুনি কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন, এর পরপরই বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানসহ বাজারের ব্যাসায়ী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ১০টায় শহীদ স্মৃতিসৌধ চত্বরে আলোচনা সভা, শিক্ষার্থীদের রচনা, চিত্রংকন ও কবিতা প্রতিযোগীতাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ করা হয়। বাদ জোহর ৫২’র ভাষা আন্দোলনে শহীদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ঈমাম হাফেজ আব্দুল গফ্ফার। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান সম সেলিম রেজা মিলন, প্রাক্তন অধ্যক্ষ আল. রুহুল আমিন, আ’লীগ নেতা মোল্যা রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক আশরাফুন নাহার নার্গিস, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার নুরুজ্জামান অন্তু, সহকারি প্রোগামার আক্তার ফারুক বিল্লাল, আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম আহসান হাবিব, প্রাক্তন প্রধান শিক্ষক কামরুন্নাহার কচি প্রমুখ। অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।