শ্যামনগর

সুন্দরবনে মুক্তিপণ দিয়ে বাড়িতে ফিরেছে ৬ জেলে

By Daily Satkhira

May 18, 2017

গাজী আল ইমরান : সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনের গহিনে বনদস্যু বড় ভাই বাহিনীর ডেরা থেকে মুক্তিপনের টাকা পরিশোধ করে বাড়িতে ফিরেছে মুন্সিগঞ্জ ইউনিয়নে যতীন্দ্র নগর গ্রামের ৬ জেলে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে অন্য একটি কাকড়া নৌকা যোগে জেলেরা বাড়িতে ফেরে। এর আগে জেলেদের সুন্দরবনে পাটকোষ্টা সংলগ্ন দুনে এলাকায় জেলেদের মুক্তি দেয়। তবে, মুক্তি পেতে বড় ভাই বাহিনীকে ১ম দফায় নগদ ১ লাখ টাকা ও পরবর্তীতে ০১৮৫৫-৬৯৭২৩৮ এই নম্বর বিকাশ এজেন্ট এর মাধ্যমে ৩০ হাজার টাকা পরিশোধ করতে হয়েছে বলে সূত্রটি নিশ্চিত করেছে। ফিরে আসা জেলেদের বরাত দিয়ে পার্শ্বেখালি গ্রামে হযরত আলীর ছেলে শাহাজান জানায়, কৈখালি বন অফিস হতে গত ১৫ মে অনুমতি নিয়ে সুন্দরবনে মান্দার বাড়িয়া খালে মাছ ধরার সময় রাত ৮টার দিকে বনদস্যু বড় ভাই বাহিনীর সদস্যরা মুক্তিপনের দাবিতে জেলেদের অপহরণ করে। পরবর্তীতে পারিবারিক দেনদরবারে ১ লাখ ৩০ হাজার টাকা শোধ করে জেলেরা নিজ নিজ বাড়িতে ফিরে আসে। এখনও ওই বাহিনীর কবজায় ১২/১৩ জন জেলে জিম্মি অবস্থায় আছে জানায়।