শ্যামনগর

শ্যামনগরে সরকারি বিশেষ সহায়তা কার্যক্রম বিষয়ক সংলাপ

By daily satkhira

February 24, 2021

শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে সরকারি বিশেষ মানবিক সহায়তা (জিআর চাউল) বিষয়ক সংলাপ ও কমিউনিটি পর্যায়ে সরকারি পরিসেবার কার্যকারিতা অনুষ্ঠিত হয়েছে। “গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহণ” প্রকল্পের আওতায় কমিউনিটি পর্যায়ে সরকারি পরিষেবার কার্যকারিতায় জিআর চাউল সেবার বিষয়ে সংলাপটি অনুষ্ঠিত হয়। বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলা কনফারেন্স রুমে পরোক্ষ অংশীদার প্রতিষ্ঠান সুশীলন রিকল-২০২১ প্রকল্পের আয়োজনে অক্সফ্যাম এবং সিপিডি কতৃর্ক বাস্তবায়িত এবং ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগীতায় সিবিও প্রতিনিধিদের অংশগ্রহনে এই গণশুনানি অনুষ্ঠিত হয়। প্রকল্প সমন্বয়কারী এস.এম জাকির হোসেনের সঞ্চালনায় সামাজিক নিরীক্ষণের প্রতিবেদন উপস্থাপন করে সিবিও লিডার বিথীকা রানী ও রিমা রানী বৈদ্য। এসডিজি উপজেলা নেটওয়ার্কের সভাপতি অসীম কুমার জোয়ারদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান, মজিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, মহিলা বিষয়ক কর্মকর্তা সারিদ বিন সাফিক, উপজেলা কৃষি কর্মকর্তা এস.এম এনামুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এইচ এম কামরুজ্জামান, শ্যামনগর সরকারি মহসীন কলেজের উপাধ্যক্ষ নাজিম উদ্দীন, আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম, শ্যামনগরের জাতীয় মহিলা সংস্থার সভাপতি শাহানা হামিদ, নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, মাষ্টার নজরুল ইসলাম, প্রেসক্লাব সেক্রেটারি জাহিদ সুমন , আটুলিয়া ও বুড়িগোয়লিনী ইউনিয়নের সিবিও সভাপতি ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ সহ আরো উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, ইউপি সসদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।