জাতীয়

বিচার বিভাগ স্বাধীন, বিচারকরা নন: প্রধান বিচারপতি

By Daily Satkhira

May 18, 2017

বিচারকদের ক্ষমতা আইনের মাধ্যমে সীমাবদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি এসকে সিনহা। তিনি বলেন, ‘বিচার বিভাগ স্বাধীন; কিন্তু বিচারকরা স্বাধীন নন। কেউই আইনের ঊর্ধ্বে নন। এমনকি, বিচারকরাও নন। আমাদের কিছু পদ্ধতি আছে, দিক নির্দেশনা আছে, যার বাইরে যেতে পারি না। আমরা আইনের বাইরে কোনও কাজ করতে পারি না। ’বৃহস্পতিবার (১৮ মে) বিকালে টাঙ্গাইল জেলা জজ আদালত ভবনে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সুরেন্দ্র কুমার সিনহা বলেন, ‘রাষ্ট্রের সবাই যদি বিচার বিভাগের প্রতি আস্থা রাখেন এবং বিচার বিভাগে যারা আছেন তাদের প্রতি সম্মান রেখে কথা বলেন, তবে দেশের অন্যায়-দুর্নীতি অনেক কমে যাবে।’ তিনি আরও বলেন, ‘মানব সভ্যতার চাবিকাঠি হলো একটি দেশের ন্যায় বিচার। এই প্রতিষ্ঠানে যেই থাকুক তার ওপর সম্মান রাখা মানে দেশের সংবিধানের ওপর সম্মান রাখা।’