জাতীয়

সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ভূমিমন্ত্রীর ছেলে গ্রেফতার

By Daily Satkhira

May 19, 2017

পাবনার ঈশ্বরদীতে  সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফের ছেলে যুবলীগ সভাপতি তমাল শরীফসহ ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে মন্ত্রীর গ্রামের বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গত  ১৮ মে ঈশ্বরদীতে যুবলীগের দু’গ্রুপের দ্বন্দ্বে দুটি বাড়ি ও তিনটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। বাড়িতে হামলার ঘটনায় যুবায়ের বিশ্বাসের বাবা আতিয়ার রহমান বাদী হয়ে যুবলীগ সভাপতি তমাল শরিফসহ ৩২ জনকে নামীয় এবং অজ্ঞাত আরো ১০/১৫ জনকে আসামি করে থানায় মামলা করেন।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পাবনার পুলিশ সুপারের নেতৃত্বে এই অভিযানে মন্ত্রীপুত্রসহ ১১ জন গ্রেফতার হন।