বাংলাদেশ, উপমহাদেশ এবং বিশ্ব সংগীতে অবদান, সাংস্কৃতিক কার্যত্রম এবং বাংলাদেশের নারী উন্নয়নে সৃজনশীল ভূমিকা রাখার জন্য রুনা লায়লাকে সম্মাননা দিচ্ছে জাতিসংঘ। ২৫ মে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘে অনুষ্ঠিত হবে ‘ইন্সপায়ারিং ওম্যান ক্রিয়েটিভিটি অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ইন দ্য গ্লোবাল ইকোসিস্টেম’ অনুষ্ঠান। এখানে রুনা লায়লাকে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে। জানা গেছে, এই অনুষ্ঠানেই রুনা লায়লার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হবে।
সামাজিক যোগাযোগের মাধ্য ফেসবুকে রুনা লায়লা নিজেই এই খবর দিয়েছেন। তিনি এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন।
রুনা লায়লা এখন গান নিয়ে ব্যস্ত। বিভিন্ন শো আর চলচ্চিত্রে গান করছেন তিনি।