খেলা

আজ জয়ের বিকল্প নেই বাংলাদেশের

By Daily Satkhira

May 19, 2017

বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতবে, চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে খেলবে—এগুলো শুধু বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের স্বপ্নই নয়। এমন কথা বলছেন মাইক হাসি, হাবিবুল বাশারের মতো সাবেক ক্রিকেটাররা। চ্যাম্পিয়নস ট্রফির বাস্তবতা পরেই জানা যাবে। তবে আপাতত ত্রিদেশীয় সিরিজের শিরোপা জয়ের হাতছানি কিন্তু সত্যিই আছে বাংলাদেশের সামনে। আর সেটা করতে গেলে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটা জিততেই হবে মাশরাফি বাহিনীকে।

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের শুরুটাই হয়েছিল হতাশা দিয়ে। বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচটি। যতটুকু খেলা হয়েছিল, তাতে নিশ্চিতভাবেই বাংলাদেশ ছিল চালকের আসনে। কিন্তু ম্যাচটা শেষপর্যন্ত ভেস্তে যাওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে নিতে হয়েছিল দুই দলকে। নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে দেখতে হয়েছে হারের মুখ। অনেক লড়াই করেও শেষপর্যন্ত নিউজিল্যান্ডের কাছে হেরে গেছে চার উইকেটের ব্যবধানে।

ফলে দুটি করে ম্যাচ শেষে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নিউজিল্যান্ড। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ ও আয়ারল্যান্ডের ঘরে জমা হয়েছে ২ পয়েন্ট করে। এখনকার হিসেবে শিরোপা জয়ের পথে অনেকখানিই এগিয়ে গেছে নিউজিল্যান্ড। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচটি জিতলে শিরোপার দৌড়ে টিকে থাকতে পারবে টাইগাররা।

ত্রিদেশীয় সিরিজে কয়েকটি ম্যাচে জয় প্রভাব ফেলবে বাংলাদেশের র‍্যাংকিংয়ের ক্ষেত্রেও, যেটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ২০১৯ সালের বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের জন্য। ফলে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে কিছু রেটিং পয়েন্ট সংগ্রহের বিষয়টাও গুরুত্ব পাবে সমানভাবে। শেষপর্যন্ত মাশরাফি-মুশফিকরা বিজয়ের হাসি হাসতে পারেন কি না, সেটাই দেখার বিষয়।