তালা

সাতক্ষীরায় পুকুরে মাটি খুড়তেই পাওয়া গেল ৪০০ বছরের পুরোনো মূর্তি

By Daily Satkhira

March 06, 2021

এস এম বাচ্চু, তালা : মোল্লা ব্রিকসের জন্য পুকুরে মাটি কাটার সময় ৪০০ বছরের পুরোনো একটি স্বর্ণসৃদশ মূর্তি পাওয়া গেছে। শনিবার (০৬ মার্চ) সকাল ১০টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা এলাকার বাবুর পুকুরে মাটি কাটার সময় মূর্তিটি পাওয়া যায়। স্থানীয়রা জানান, সাতক্ষীরার পাটকেলঘাটায় স্থানীয় মোল্লা ব্রিকসের লোকজন বাবুর পুকুরে মাটি কাটছিলেন। মাটি কাটার সময় মূর্তিতে কোদালের কোপ লাগলে ঝনঝন করে উঠে। একই সঙ্গে স্বর্ণের মূর্তি পাওয়া গেছে বলে এলাকায় খবর ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি হেফাজতে নেয়। স্বর্ণকার জানান, এটি স্বর্ণের নয়,পিতলের মূর্তি। মূর্তির ওজন এক কেজি ৪০০ গ্রাম।স্বর্ণসদৃশ এই মূর্তি প্রায় ৪০০ বছরের পুরোনো হতে পারে। পাটকেলঘাটার থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন, ইটভাটার মাটি কাটার সময় মূর্তিটি পাওয়া যায়। সেটি এখন পুলিশ হেফাজতে রয়েছে।