সাতক্ষীরা

বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বৈকারী ইউনিয়ন শাখার সম্মেলন

By daily satkhira

March 07, 2021

বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা সদর উপজেলার ৩নং বৈকারী ইউনিয়ন শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টায় বৈকারী বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন, গ্রাম ডা: শাহিদুল্লাহ। উপস্থিত ছিলেন, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি হাবিবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক শফিকুল ইসলাম, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এম এ হাসান, সাংগঠনিক সম্পাদক অনির্বাণ সরকার, দপ্তর সম্পাদক রিপন ঢালী, আনোয়ার হোসেন, বৈকারী ইউনিয়ন শাখার রায়হান কবির, আনোয়ারুল ইসলাম, কবির হোসেন, মো: ওবায়দুল্লাহ, সোহাগ হোসেন, ইদ্রিস আলী, ঈশারুল ইসলাম, আব্দুস সালাম, আল মামুন, তৌহিদুজ্জামান, আমিনুর রহমান, মোসলেম আলী, দিনেশ কুমার, নজরুল ইসলাম, ফারুক হোসেন প্রমুখ। সম্মেলনে সর্বসম্মতক্রমে রায়হান কবিরকে সভাপতি, আনোয়ারুল ইসলামকে সাধারণ সম্পাদক ও কবির হোসেন কে সাংগঠনিক করে ১৬ সদস্য বিশিষ্ট বৈকারী ইউনিয়ন কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি