কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস উদযাপনে র্যালি, সমাবেশ ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১১টায় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ মুক্তিযোদ্ধা সংসদ কার্যলয়ের সামনে থেকে একটি বর্নাঢ্য র্যালি বের করে। পরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, মহিলা কলেজের অধ্যক্ষ কেএম জাফরুল আলম বাবু, পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কামলাম আজাদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামছুন্নাহার, প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কামান্ডের সাধারণ সম্পাদক এসএম, গোলাম ফারুকের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন সাবেক সহকারী কমান্ডার মনির আহমেদ, বীর মুক্তিযোদ্ধা এসএম, মমতাজ হোসেন মন্টু, বীর মুক্তিযোদ্ধা রেজাউল ইসলাম, এ্যাডঃ হাবিব ফেরদাউস শিমুল, ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, মিজানুর রহমান গাইন, রফিকুল ইসলাম প্রমুখ।
সভায় মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কামন্ডার, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সরকারী কর্মকর্তা, সন্তান কমান্ডের সদস্য ও সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।