সাতক্ষীরা

বঙ্গবন্ধু ফিনিক্স পাখির মতো, যাঁর লোকান্তরে লক্ষ মুজিবের জন্ম হয়েছে—সাতক্ষীরা সিনিয়র জেলা ও দায়রা জজ

By daily satkhira

March 08, 2021

নিজস্ব প্রতিনিধি : ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে এক ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে স্বাধীনতার ডাক দিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিশ্বে সবচেয়ে আলোচিত ভাষণের মধ্যে অন্তর্ভুক্ত এই ভাষণ ইউনেস্কো কর্তৃক বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের মর্যাদা পেয়েছে। এই ঐতিহাসিক দিবস উদযাপন উপলক্ষ্যে বিচার বিভাগ, সাতক্ষীরা কর্তৃক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন কালে সাতক্ষীরা সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান রহমান এ মন্তব্য করেন। শ্রদ্ধার্ঘ নিবেদন শেষে উপস্থিত বিচার বিভাগীয় কর্মকর্তা ও কর্মচারীবৃন্দদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান কালে তিনি আরো বলেন, ” বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, সারা বিশ্বের শোষিত মানুষের স্বপ্নের দলিল। গেটিস বার্গের ভাষণ যেমন ঐতিহাসিকভাবে ইতিহাস পরিবর্তনকারী গণতন্ত্রের সংজ্ঞা প্রদানকারী ছোট্ট কিন্তু চমকপ্রদ ভাষণ, ঠিক তেমনি বঙ্গবন্ধুর ৭ মার্চের ১৯ মিনিটের ভাষণ বাংলাদেশের ভাগ্য পরিবর্তনকারী, স্বাধীনতার সূচনাকারী ঐতিহাসিক ভাষণ যেখানে বঙ্গবন্ধু স্বাধীনতার সাথে সাথে অর্থনৈতিক মুক্তির কথা বলেছেন। ১৯৭১ সালে স্বাধীনতা লাভ করলেও আমাদের অর্থনৈতিক মুক্তি লাভ করতে পঞ্চাশ বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। এই বছরই আমরা অনুন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অশেষ প্রচেষ্টায়। বঙ্গবন্ধুর যেকোন দিবস পালন তখনই সফল হবে, যখন আমরা তাঁর আদর্শকে ধারণ করে, দেশ গঠনে কাজ করবো।” সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান ছাড়াও অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম নুরুল ইসলাম, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ূন কবীরসহ বিচার বিভাগীয় কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উক্ত শ্রদ্ধার্ঘ নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।