দেবহাটা ব্যুরো : দেবহাটায় প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা করলো প্রধান নির্বাচন কমিশনার ও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিধান চন্দ্র মন্ডল। মঙ্গলবার দুপুর ১২ টায় দেবহাটা প্রেসক্লাবের সভাকক্ষে নির্বাচন প্রস্তুতি উপ-কমিটির আয়োজনে আনন্দঘন পরিবেশে অবাধ ও সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (রেজিঃ নং-এস ১২০৬৮)’র দেবহাটা উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটি নির্বাচনের লক্ষে ৫১ টি পদের তফসিল ঘোষনা করা হয়। এতে ২১মার্চ সকাল ১০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলবে এবং ঐদিন বিকাল ৫ টায় ফলাফল ঘোষনা করবে নির্বাচন কমিশন। এছাড়া ১০ মার্চ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ১১-১২ মার্চ মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল, ১২ মার্চ মনোনয়নপত্র বাছাই ও বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ, ১৩ মার্চ আফিল দাখিল ও নিস্পত্তি, ১৪ মার্চ প্রার্থীতা প্রত্যাহার ও চুড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে বলে ঘোষনা করেছে নির্বাচন কমিশন। তফসিল ঘোষনাকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও কলারোয়া উপজেলা শাখার সভাপতি আরিফুজ্জামান কাকন, সাতক্ষীরা জেলা শাখার সিনিয়র সহ সভাপতি শাহিনা আক্তার চায়না. সাধারণ সম্পাদক সাইফুল্লাহ আল তারিক, নির্বাচন কমিশনার ও সাতক্ষীরা সদর উপজেলার শাখার সভাপতি কামারুজ্জামান, নির্বাচন কমিশনার ও সদর উপজেলার শাখার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান সবুজসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বৃন্দ। এ সময় দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারন সম্পাদক মাহমুদুল হাসান শাওন,সহ প্রেসক্লাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।