জাতীয়

দুদকের মামলায় এসআইয়ের কোটিপতি স্ত্রী কারাগারে

By Daily Satkhira

March 09, 2021

অনলাইন ডেস্ক : পুলিশের এসআই নওয়াব আলীর কোটিপতি স্ত্রী গোলজার বেগমকে অবৈধ সম্পদ অর্জনের মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। নওয়াব আলী ঢাকা সিআইডিতে কর্মরত আছেন।

মঙ্গলবার (৯ মার্চ) অবৈধ সম্পদ অর্জনের দায়ে দুদকের দায়েরকৃত মামলায় চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান গোরজার বেগম। আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

দুদকের আইনজীবী মাহমুদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, সিআইডির এসআই নওয়াব ১৯৯২ সালে পুলিশে কনস্টেবল পদে যোগদান করেন। এরপর ক্রমান্বয়ে পদোন্নতি পেয়ে এসআই পদমর্যাদা লাভ করেন। এই সময়ে তিনি দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেন। এই সম্পদের মালিকানা স্ত্রী গোলজার বেগমকে প্রদান করেন।

একসময় চট্টগ্রাম নগর পুলিশে কর্মরত থাকা এসআই নওয়াব আলী ও তার স্ত্রীসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হলে গত ২৫ ফেব্রুয়ারি আদালত ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মঙ্গলবার গোলজার বেগম আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠায়।